নিউজ ডেস্ক : নিজ দলের লোকের বিরুদ্ধে মামলা করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সম্পাদকের বিরুদ্ধে তিনি মামলাটি করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার (৪৫) বিরুদ্ধে মামলা করেছেন। সই জাল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম বলেন, দুর্নীতি করায় নিজ দলের লোককেও ছাড় দেইনি। অন্যায়ের সঙ্গে কোনোদিন আপস করিনি ও করবও না।
তিনি বলেন, অরুণ সরকারকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রতিমন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব জয়দেব নন্দী রোববার রাতে মামলাটি করেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তাকে গ্রেফতার করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, অরুণ সরকার রানা ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোটের কর্মসূচির নামে বিজ্ঞাপন ও স্পন্সরশিপের অর্থ আদায় করেছেন। জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও সই জাল করে সংগঠনের প্যাড ব্যবহার করেছেন তিনি। তার স্বাক্ষর জালিয়াতি করে টেলিটকের কাছেও স্পন্সর চাওয়া হয়।
জালিয়াতির অভিযোগ অস্বীকার করে অরুণ সরকার রানা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সংগঠনের যে প্যাডে মাননীয় প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার কথা বলা হচ্ছে, সেখানে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে।
আমাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র বলে জানান তিনি।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম