শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০:০৩:৪১

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা আরো বাড়বে

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা আরো বাড়বে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। নীলফামারী, পঞ্চগড় ও সিলেটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। তবে আগামী আগামীকাল রবিবার পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ফলে শীতের তীব্রতা কমে আসতে পারে।

তবে জানুয়ারির ৩ তারিখ থেকে শীতের তীব্রতা আরো বাড়বে। যা চলতি সপ্তাহের শেষ নাগাদ চলমান থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরের তেতুলিয়াতে ৮ দশমিক ৭ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজার ও টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছে, ঢাকা, সারা দেশের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে