বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩, ০৪:৩২:৫৫

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় তাকে আদালতে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ নির্দেশ দেন।

এর আগে মিথ্যা-মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ বাদী হয়ে মামলা করেন।

আদালতের সেরেস্তাদার মতিউর রহমান বলেন, ‘মামলার বাদীপক্ষের আইনজীবী কোর্ট ফি দাখিল করেন। এরপর আদালত আগামী ২৩ মার্চ আদালতে হাজির হতে বিবাদী সুমনের বিরুদ্ধে সমন জারি করেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে