এমটিনিউজ ডেস্ক: প্রফেসর ড. শেখ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগ থেকে সফলতার সহিত পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের Board of Trustees এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
ড. রহিম তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের Trustee Board এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে ধন্যবাদ জানান এবং ভবিষৎতে তার উপর যেকোন দায়িত্ব অর্পন করা হলে তিনি তা দক্ষতার সহিত করবেন বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
অন্যদিকে, গতকাল প্রফেসর ড. শেখ আব্দুর রহিম পিএইচডি ডিগ্র্রি অর্জন করায় ছাত্র-ছাত্রীরা কেক কেটে তা উৎযাপন করে। অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন যে ছাত্র-ছাত্রীরা তার প্রাণ এবং তাদের জন্য যথাসম্ভব তিনি সব কিছু করবেন।
বলেন, ছাত্র-ছাত্রীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন, যাতে তারা শিক্ষা জীবন শেষ করে সফলতার সহিত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।
ছাত্র-ছাত্রীদেরকে চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দেন ড. রহিম, যাতে তারা অন্যদেরকে চাকুরি দিতে পারে এবং দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে পারে। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক ছাত্র-ছাত্রী উদ্যোক্তা হয়ে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য সফলতার সহিত পরিচালনা করছে।