শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ০৫:০১:০০

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, হুঁশিয়ারি সংকেত

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, হুঁশিয়ারি সংকেত

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যান্তরীন নদী বন্দরের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে