শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:২৯:৫৪

গৃহবধূ সহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু

গৃহবধূ সহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : সিরাজগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কৃষক এবং একজন গৃহবধূ। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

কাজিপুরে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে দুটি গরুসহ এক গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার শুভগাছা ইউনিয়নের চরাঞ্চলের চরবড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সীমা খাতুন ওই গ্রামের শাহীনের স্ত্রী।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, ঝড়োবৃষ্টির মধ্যে সীমা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলেমান শেখ।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, মাঠে ধান কাটছিলেন এ দুই কৃষক। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। পথে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে