শুক্রবার, ১২ মে, ২০২৩, ০৯:৫৫:৫৮

‘মোখা’র প্রবল অংশটি মিয়ানমারের ওপর দিয়ে যেতে পারে!

‘মোখা’র প্রবল অংশটি মিয়ানমারের ওপর দিয়ে যেতে পারে!

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

আগামী রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে এটির বাংলাদেশের উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের টেকনাফের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করতে পারে। ঝড়টির অন্তত অর্ধেক শরীর থাকবে বাংলাদেশের উপকূলে এবং অর্ধেক মিয়ানমারে। তবে ‘মোখা’র প্রবল অংশটি মিয়ানমারের ওপর দিয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের অঞ্চলে তুলনামূলক কম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ‘মোখা’ সম্পর্কে গণমাধ্যমের কাছে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী জেলার ওপর মোখার প্রভাব পড়তে পারে। তবে এর শক্তিশালী অংশ ও ডান পাশ মিয়ানমারের ওপর দিয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের অঞ্চলগুলোতে তুলনামূলক কম ক্ষতি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আগামীকাল বিকেল থেকেই দমকা বাতাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা ৬টায় তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা আরো উত্তর দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে আগামীকাল সকাল পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। 

আজও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে