বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ১১:৩৩:৪৯

রাজি ইতালি, সুখবর বাংলাদেশি শ্রমিকদের জন্য!

রাজি ইতালি, সুখবর বাংলাদেশি শ্রমিকদের জন্য!

এমটিনিউজ২৪ ডেস্ক : সুখবর, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে রাজি হয়েছে ইতালি। বিশেষ করে নির্মাণশিল্প, শিপ বিল্ডিং ও সেবা খাতে শ্রমিক নিতে আগ্রহী ইউরোপের দেশটি।

বুধবার (৭ জুন) রোমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়ার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় বর্তমানে চলমান শ্রমিক যাওয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ইতালি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হলো। বৈঠকের আগে নিয়মিতভাবে ওই সংলাপ আয়োজনের বিষয়ে দুই পক্ষ একটি সমঝোতা স্মারক সই করে।

দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধি, বস্ত্র খাতে প্রযুক্তি সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, আইসিটি, কৃষি, অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ ইতালিতে অবৈধ অভিবাসন রোধ করার বিষয়ে একমত হয়।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানায় ইতালি এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তা দেওয়ার বিষয়টি জানায়। ইন্দো-প্যাসিফিকের একজন অংশীদার হিসেবে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে