বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ১২:২৩:৫১

এবার আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় তেজ! যখন আঘাত হানতে পারে!

এবার আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় তেজ! যখন আঘাত হানতে পারে!

এমটিনিউজ ডেস্ক : আবারও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। চলতি মাসের মধ্যেই এই শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে তেজ। নামটি ভারতের দেয়া।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে।

এই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। এই জেলাগুলোতে আগামী পাঁচদিন ভারী থেক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। 

কেবল অন্ধ্র প্রদেশই নয় এই ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার উপকূলীয় এলাকাগুলোতেও বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত চলবে। ওড়িশার দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে বৃষ্টিপাত হবে সামান্য।

এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে।

চলতি বছর বর্ষা অপেক্ষাকৃত কম শক্তিশালী ওড়িশায়। আগামী দু'দিনের মধ্যে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত ওড়িশায় ১৭১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩১ শতাংশ বেশি। প্রতি বছর ওড়িশায় বৃষ্টির স্বাভাবিক পরিমাণ থাকে ২৪৭.৫ মিলিমিটার। এখনও পর্যন্ত দেওঘরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে