শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ০৩:৫৯:৪৪

এইমাত্র পাওয়া- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম ইকবাল

এইমাত্র পাওয়া- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম ইকবাল

এমটিনিউজ ডেস্ক : শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম ইকবাল। জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তাকে মূলত ডেকেছেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে