এমটিনিউজ ডেস্ক : আগের চেয়ে দুই দিন ধরে দেশে বেশি এলাকাজুড়ে বৃষ্টি হলেও পরিমাণে তেমন বাড়েনি। আরো দু-এক দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। তখন এর প্রভাবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।
এদিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় আজ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বলেন, ‘এ মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে এ সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আগামী মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে।
নেত্রকোনার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। তবে আজ উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপত্সীমার কাছাকাছি অবস্থান করতে পারে। তবে যমুনা বা পদ্মা নদীসংলগ্ন এলাকায় আপাতত কোনো বন্যার শঙ্কা নেই। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘গঙ্গা-পদ্মার পানি বাড়ছে, যা সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কিন্তু পানি বিপত্সীমার অনেক নিচে থাকায় সেখানে বন্যার কোনো আশঙ্কা নেই।
এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও কমছে। উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও তা উদ্বিগ্ন হওয়ার মতো নয়।’ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।