ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সক্রিয় আছি, ভবিষ্যতেও থাকবো। দেশে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রয়েছে। এখন দেশে একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে। এ থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে লক্ষে পৌঁছানো। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছে এবং করবে।
গত রাত পৌনে ১১টায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীর্ঘ দুই মাস পর দেশে ফিরে মির্জা আলমগীর বলেন, আপনারা জানেন যে আমি অসুস্থ। সিঙ্গাপুরের পরে আমি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভারসিটি হসপিটালে চিকিৎসা নিয়েছি। আমার চিকিৎসা এখন চলছে। আবার ৬ মাস পরে যেতে বলা হয়েছে। এখন কিছুটা ভালো বোধ করছি। আমি আশা করি সুস্থ হয়ে আবার দেশের জন্য কাজ করতে পারবো।
দল পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আশা করি পূর্ণ গঠন প্রক্রিয়া সফল হবে। আমাদের নেতৃবৃন্দ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন, তারা সাফল্যের সঙ্গে সফল করতে সক্ষম হবেন।
রাজনীতিতে কবে সক্রিয় হবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময়ই সক্রিয় আছি। এসময় ঈদ করতে মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ে যাবেন বলে জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন প্রমুখ। উল্লেখ্য, মির্জা ফখরুল টানা ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। এরপর ২৬ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ