শনিবার, ২২ জুলাই, ২০২৩, ০৩:০৮:৫৭

উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন কাবিল ভূঁঞা মসজিদ

উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন কাবিল ভূঁঞা মসজিদ

এমটিনিউজ ডেস্ক: ফেনীর ছাগলনাইয়ায় উত্তর হরিপুর কাবিল ভূঁঞা জামে মসজিদ পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দ্বিতলবিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন মসজিদটি ডিজাইন করেছেন স্থপতি মো. রাশিদুল হাসান। মসজিদ কমিটির সভাপতি দিলদার হোসন ভূঁঞা মজনু বলেন, মসজিদটি সবার মন কাড়বে। এটি গ্রামের তরুণ ও যুবকদের মসজিদে আসতে উৎসাহিত করবে। আশা করি মসজিদটি দর্শনার্থীদেরও নজর কাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, জনপ্রতিনিধি, মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে