বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৬:৪৮

আহত জাভেদ আক্তারের সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

আহত জাভেদ আক্তারের সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি জাভেদকে দেখতে যান দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে মোবাইল ফোনে আহত জাভেদ আক্তারকে কথা বলিয়ে দেন।

তারেক রহমান তার শারীরিক অবস্থার ও পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাভেদের চিকিৎসার সব দায়িত্ব নেন তারেক রহমান।

ডা. রফিকুল ইসলাম এ সময় চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।

ঘটনার পরপরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে