রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০১:৫৯:১৬

নতুন আরেকটি সুখবর সরকারি চাকরিজীবীদের

নতুন আরেকটি সুখবর সরকারি চাকরিজীবীদের

এমটিনিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আয়কর দিতে হবে না। বুধবার (১৯ জুলাই) দেয়া এক প্রজ্ঞাপনে এ কর ছাড়ের ঘোষণা দেয়া হয়।

সরকারি চাকরিজীবীদের প্রণোদনার পর এলো নতুন আরেকটি সুখবর

সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেয়ার পর তাদের আরও কর ছাড়ের সুবিধা দিল সরকার। এবারের প্রজ্ঞাপনে কর ছাড়ের পরিধি বাড়ল।

এতদিন সরকারি চাকরিজীবীরা যেসব খাতে কর ছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা ৩ লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক-তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে