বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ০২:৩৯:২৯

আজ আবার সড়ক দুর্ঘটনা, ২ জনের মৃত্যু

আজ আবার সড়ক দুর্ঘটনা, ২ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন মাইক্রোবাসের চালক মাহবুব (৩৫) ও গাড়িটির মালিক মো. মনির (৪৫)। বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার হাদিফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় আহত হয়েছেন মনিরের স্ত্রী মৌসুমী এবং তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের মালিকানাধীন গাড়ি নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার বাসিন্দা মনির পরিবার নিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। 

বুধবার ভোরে গাড়িটি মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনির এবং মাইক্রোবাসচালক নিহত হন। পরে মাইক্রোবাস থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, নিহত দুজনের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে