বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ০৮:১৭:৫৩

‘গোলাপবাগে যাবে না বিএনপি, প্রয়োজনে শুক্রবারে মহাসমাবেশ’

‘গোলাপবাগে যাবে না বিএনপি, প্রয়োজনে শুক্রবারে মহাসমাবেশ’

এমটিনিউজ ডেস্ক : পুলিশের পরামর্শে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করবে না বিএনপি। তারা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। প্রয়োজনে বিএনপি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সমাবেশ করতে রাজি আছে।

মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আজ বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে না করা শর্তে এক নেতা বলেন, বৈঠক থেকে পুলিশ কমিশনারকে বিএনপি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। 
পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে। এরপর রাত সাড়ে ৮টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে।

এর আগে দুপুরে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের পরামর্শ দিয়েছে পুলিশ।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।’-বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে