বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ০৯:৪৬:৫৬

পেছাল বিএনপির মহাসমাবেশ, যেদিন যেখানে হবে

পেছাল বিএনপির মহাসমাবেশ, যেদিন যেখানে হবে

এমটিনিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশের দিন-ক্ষণে পরিবর্তন এনেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো। আগামী শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এই বহুল আলোচিত মহাসমাবেশ আয়োজন হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায় দলটি। এ জন্য মহাসমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্তের কথা ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে