বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ০৪:২৭:৫৭

নির্বাচনের নতুন ‘ফর্মুলা’ দিল জাতীয় পার্টি

নির্বাচনের নতুন ‘ফর্মুলা’ দিল জাতীয় পার্টি

এমটিনিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক কিংবা দলীয় সরকারের অধীনে নয়, নিজেদের ‘ফর্মুলায়’ নির্বাচন চায় জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের কাছে ওই ফর্মুলার কথা জানান জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এর আগে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় পার্টির (জাপা) ‘ফর্মুলা’।’

এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। যখন এটা হয়েছিল আমরা তখন থেকেই এর বিপক্ষে। কারণ হলো ৯১ সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তখন বলা হয়েছিল সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে। সে সময় জাপাকে সমান সুযোগ দেওয়া হয় নাই। 

তত্ত্বাবধায়ক সরকার বা দল নিরপেক্ষ সরকার, পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। আমাদের প্রার্থীদের বিনা মামলায় গ্রেফতার করেছে। তাই প্রথম থেকেই আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে একটা নির্বাচনী ফর্মুলা দিয়েছি। আমরা বিশ্বাস করি এই ফর্মুলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে।’

‘ফর্মুলাটা হলো যে আনুপাতিক হারে নির্বাচন। ৩০০ আসনেই দলগুলো প্রার্থী ঘোষণা করবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সে দল জাতীয় সংসদে সেই হারে আসন পাবে। এই ফর্মুলা আমরা দিয়েছি। আমাদের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে, সর্বদলীয়ভাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে যেন ফর্মুলাটা বলা হয়, সেভাবে নির্বাচনটা করার জন্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে