শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০১:০০:০১

গোল্ডেন জিপিএ-৫ পেল যমজ দুই বোন

গোল্ডেন জিপিএ-৫ পেল যমজ দুই বোন

এমটিনিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় যমজ দুই বোন এ বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। 

দুই যমজের একজন একজন সাজনিন জামান স্নিগ্ধা ও অপরজন তাসনিম জামান উপমা। তারা দুজন সাংবাদিক আসাদুজ্জামান নূরের মেয়ে ও তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। 

আসাদুজ্জামান নূর জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার দুই কন্যা এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

ওরা যেন পড়াশোনা শেষ করে সত্যিকারের মানুষের মতো মানুষ হয়, এই তার চাওয়া।  দুই মেয়ের মা শান্তা জামান জানান, আমার কন্যারা ভালো রেজাল্ট করেছে, এটাই আমাদের গর্ব। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তারা যেন তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে। দুই যমজ বোন একই ফল পেয়ে দারুণ খুশি। এ জন্য তারা বাবা-মা ও স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে