শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০৭:৩৫:৫০

আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আবারও নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

এমটিনিউজ ডেস্ক : আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরীতে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করছে ক্ষমতালোভী সরকারের হাতে জনগণ নিরাপদ নয়।

গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমরা আশা করছি তারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের হামলায় বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ অনেক নেতা আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে বুঝা যাচ্ছে এই সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী সোমবার সারাদেশে মহানগর ও জেলাগুলোতে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে। আমরা আগামীকালকেই এই কর্মসূচি পালন করতাম। যেহেতু আওয়ামী লীগ রোববার কর্মসূচি দিয়েছে তাই আমরা পরের দিন দিচ্ছি। যাতে করে কোনো ধরনের সহিংসতা না হয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে