শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:০৫:০৬

সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা, এটা আজকে প্রমাণ হয়েছে: ওবায়দুল কাদের

সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা, এটা আজকে প্রমাণ হয়েছে: ওবায়দুল কাদের

এমটিনিউজ ডেস্ক: সুষ্ঠু ভোটে বিএনপিই বাধা, এটা আজকে দলটির কর্মসূচি থেকে প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু শান্তিপূর্ণ সে নির্বাচনে প্রধান বাধা বিএনপি। সেটা আজ প্রমাণ হলো।

শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো। তাদের আন্দোলনের এক দফা হলো অগ্নিসন্ত্রাস। ২০১৩-১৪ সালের নির্মম নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। আজ মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ করে। চারটি বাসে আগুন দেয় তারা। পুলিশের ভ্যানে হামলা করে ভাঙচুর করে। রাজধানীতে মোট সাতটা বাসে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস করে। পুলিশ সদস্যদের আহত করে হাতের কবজি পর্যন্ত কেটে নিয়েছে তারা।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বলে তাদের না কি বাধা দেওয়া হয়েছে। ঢাকা শহরের ঢোকার পথ- এটা কি তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি? লন্ডন থেকে আদেশ দিয়ে রাস্তা বন্ধ করে দেবে এটা কোন ধরনের রাজনীতি?

তারেক রহমান প্রতিনিয়ত আদালত অবমাননা করে চলেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা অবস্থান থেকে সরবে না এটাই তাদের লিডার অর্থপাচারকারী তারেক রহমান লন্ডন থেকে নয়াপল্টনে ভিডিওতে নির্দেশনা দিয়েছেন। কোনো ফোরামে তার ভাষণ, বিবৃতি প্রচার করা যাবে না-এরপরও বারবার কেন লঙ্ঘিত হচ্ছে? আদালতের আদেশ প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছেন তারেক রহমান। সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে গালিগালাজ করছেন। এর কি বিচার নেই, প্রতিকার নেই?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অগ্নিসন্ত্রাস আমরা রুখবো, এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অন্যান্য নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে