এমটিনিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসী। তিনি লন্ডনে বসে বাংলাদেশে আসার হুংকার দেন। কিন্তু দুবাই পর্যন্ত আসার পর পুনরায় লন্ডনে চলে যেতে হয়।
সোমবার (৩১ জুলাই) বিকেলে সরিষাবাড়িতে তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, ইন্টারপোল, পুলিশ প্রশাসন ও বিমানবন্দরের পুলিশ তাকে ধরে নিয়ে কাতার এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডন পাঠিয়ে দিয়েছে।
তিনি বলেন, এক দফা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারও আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুন, সরকারি, বেসরকারি ও সাধারণ মানুষের জান মালের ওপর হামলা শুরু করেছে। বাংলাদেশের বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে তারা সন্ত্রাস-নৈরাজ্য চালাতে চাইছে। কিন্তু এক দফার নামে সন্ত্রাস-নৈরাজ্য করে ক্ষমতা দখল করা যাবে না।
ডা. মুরাদ আরও বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ মোকাবিলায় তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওরা আমাদের ওপর অত্যাচার করছে, আমাদের হত্যা করে ক্ষমতা দখল করতে চাইছে। আমরা বলতে চাই, বাংলাদেশে এই দিবাস্বপ্ন পূরণ সম্ভব না।