মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ১০:০৫:৫৩

মির্জা ফখরুল দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে

মির্জা ফখরুল দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে

এমটিনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। সেখানে পৌনে এক ঘণ্টার মতো ছিলেন তিনি। সাক্ষাতে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

ধারণা করা হচ্ছে, অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই মির্জা ফখরুল ফিরোজায় যান। এর আগে গত ২৫ জুলাই ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ‘ফিরোজা’য় যান বিএনপি মহাসচিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে