এমটিনিউজ ডেস্ক: কয়েক দিনের টানা বৃষ্টিতে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার নদ-নদীতে পানি বেড়ে ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। জোয়ারের সময় তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে যাচ্ছে সুন্দরবনের নিচু এলাকা।
ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় আজও চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।