শুক্রবার, ০৪ আগস্ট, ২০২৩, ০৯:২০:২৫

ঝালকাঠিতে ২০ গ্রাম প্লাবিত, আবহাওয়ার পূর্বাভাস

 ঝালকাঠিতে ২০ গ্রাম প্লাবিত, আবহাওয়ার পূর্বাভাস

এমটিনিউজ ডেস্ক: এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বেড়েছে। পাশাপাশি দুই দিনের টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি উপজেলার ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে লোকজন।

আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী দুই দিনে (শনি ও রবিবার) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল বলেন, ‘নিম্নচাপ চলে গেলেও এখনো ঝোড়ো হাওয়া রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পূর্ণিমা হওয়ায় জোয়ারের উচ্চতাও একটু বেশি হবে। এ কারণে আমরা সতর্কসংকেত রেখেছি। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় থাকায় দেশের সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় বৃষ্টি তুলনামূলক বেশি হচ্ছে। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত কমবেশি এমনই বৃষ্টিপাত থাকবে।’

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৪২টিতেই বৃষ্টির খবর মিলেছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বেশি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দরবানে, ৮৭ মিলিমিটার। এ সময় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে