মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৮:৩৭

বার কাউন্সিল থেকে পদত্যাগ করছেন ব্যারিস্টার আমীরুল

 বার কাউন্সিল থেকে পদত্যাগ করছেন ব্যারিস্টার আমীরুল

ঢাকা : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জয়ী সাদা প্যানেলের প্রধান ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর-উল-ইসলাম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আমীর গণমাধ্যমকে জানান, আমি নীতিগতভাবে এ সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। মঙ্গলবার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। কারণ জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, এটিও আনুষ্ঠানিকভাবে আপনাদের পরে জানানো হবে।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে