মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১২:২০:৫১

ট্রাফিক পুলিশের জরিমানার অংক দেখে অজ্ঞান মোটরসাইকেলচালক

ট্রাফিক পুলিশের জরিমানার অংক দেখে অজ্ঞান মোটরসাইকেলচালক

এমটিনিউজ ডেস্ক: শরীয়তপুরে সদর উপজেলার মনোহর বাজার মোড়ে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এক যুবক। পরে ট্রাফিক পুলিশ তা দেখতে পেয়ে পাঁচ হাজার টাকার মামলা দেন। এ সময় জরিমানার অংক দেখে ওই যুবক অজ্ঞান হয়ে পড়েন।

মঙ্গলবার (২২ আগস্ট) শরীয়তপুর সদর ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) বিকেলে মনোহর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

অজ্ঞান হওয়া ব্যক্তি হলেন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আব্দুল লতিফ জমাদারের ছেলে নেছার উদ্দিন (৩০)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে মনোহর বাজার মোড়ে চেক পোস্ট বসায় ট্রাফিক পুলিশ। এ সময় নেছার দুই যাত্রী নিয়ে শরীয়তপুর থেকে নাগেরপাড়ার দিকে রওয়ানা করলে চেক পোস্টে তার লাইসেন্সসহ কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। কিন্তু তার কয়েকমাস আগে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুলিশ তাকে ডিজিটাল ডিভাইসে পাঁচ হাজার টাকার মামলা দেয়। এ সময় জরিমানার অংক দেখে জ্ঞান হারিয়ে ফেলেন নেছার।

প্রতক্ষদর্শীরা জানান, নেছার হেলমেট ছাড়া দুজন যাত্রী নিয়ে যাচ্ছিল। পরে পুলিশ গাড়ি থামিয়ে মামলা দিলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। জ্ঞান না ফিরলে আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।

মোটরসাইকেলচালক নেছার উদ্দিন জানান, জরিমানার টাকা দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এতো টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য আমার নেই।

ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম জানান, নেছার উদ্দিনের ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ আর ওভারলোড নিয়ে গাড়ি চালাচ্ছিল। অনলাইন ডিভাইসে তাকে মামলা দেওয়া হলে জরিমানা আসে ৫ হাজার টাকা। টাকার পরিমাণ দেখে নেছার অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে