মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ০৯:২৬:৪৮

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

 বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

এমটিনিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল করবে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে