মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১:২২:৩২

প্রতিবন্ধী পা হারানো পর্যটকের ছবি তুলে প্রশংসায় ভাসছেন ট্যুরিস্ট পুলিশ সদস্য!

প্রতিবন্ধী পা হারানো পর্যটকের ছবি তুলে প্রশংসায় ভাসছেন ট্যুরিস্ট পুলিশ সদস্য!

এমটিনিউজ ডেস্ক: প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত সিলেটের জাফলংয়ে শারীরিক প্রতিবন্ধী একজন পর্যটকের ছবি তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ট্যুরিস্ট পুলিশ সদস্য সাইফুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, ক্রাচে ভর করে দাঁড়িয়ে এবং বিভিন্ন স্টাইলে পা হারানো একজন পর্যটক ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন আর মোবাইল ক্যামেরায় ছবি তুলে দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশের জাফলং সাব-জোনের সদস্য সাইফুল।

রবিবার (২০ আগস্ট) জাফলংয়ে তোলা এই ছবিগুলোতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে। ফলে অসংখ্য মানুষ ছবিগুলো শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোতে লাইক ও কমেন্টসও পড়েছে অনেক। অধিকাংশ কমেন্টই ইতিবাচক। পুলিশও এত মানবিক!-এমন শিরোনামেও ছবিগুলো শেয়ার করেছেন অনেকেই। মারুফ বিল্লাহ নামে একজন ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘খুব ভালো লাগলো এই ছবিগুলো দেখে। আসলে সব পুলিশ খারাপ হয় না।’

ছবিগুলো শেয়ার করে জাহিদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘এমন পুলিশই আমাদের কাম্য। একটা সময় ছিল সাধারণ মানুষ পুলিশের নাম শুনলেই আঁতকে উঠত। সাইফুলের মতো অন্য পুলিশ সদস্যরাও যদি জনবান্ধব কাজ করে তাহলে পুলিশ সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা আরও বেশি করে তৈরি হবে।’

কেউ কেউ আবার ট্যুরিস্ট পুলিশ সদস্য সাইফুলকে এই মানবিক কাজের জন্য পুরস্কৃত করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক জুমবাংলাকে বলেন, ‘সাইফুলের মতো এমন অসংখ্য ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি-বিদেশি ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে সুন্দরভাবে ট্যুরিস্ট স্পটগুলো উপভোগ করে সুখকর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করছি।’ তিনি বলেন, সাইফুলের এমন কাজ অন্য ট্যুরিস্ট পুলিশ সদস্যদের নিশ্চয় অনুপ্রাণিত করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে