বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ০৭:৫৭:৩৬

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে যতজনের মৃত্যু

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে যতজনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক: চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নতুন করে ১৩ জনের মৃত্যু হওয়া এ বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৬ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। অন্যরা ঢাকার বাইরের। একই সময়ে দেশে দুই হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৫৭ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ২১৩ রোগীর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ছয় হাজার ৪২৯ জন। তাদের মধ্য সুস্থ হয়ে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯‌৮ হাজার ৯৮ রোগী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে