মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০:৪২:৩১

ফলাফল প্রকাশ এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের

ফলাফল প্রকাশ এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের

এমটিনিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ তথা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

খাতা চ্যালেঞ্জ তথা পুনর্নিরীক্ষণ করা ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী।

ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২১২ শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। বাকি শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

১০টি সাধারণ বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে