এমটিনিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার আলু বাজারে ৮তলা ভবনের দ্বিতীয় তলায় একটি জুতার গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, পুরান ঢাকার আলু বাজারে আট তলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায় রাত ৯টা ১০ মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।