শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২১:৪৪

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

এমটিনিউজ২৪ ডেস্ক : আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়ে। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ ঘটনা ঘটান।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

বিতর্কিত নানা কর্মকাণ্ডের প্রতিমন্ত্রীর পদ হারান। ফলে গত জাতীয় সংসদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি ও তাঁর পরিবার পলাতক। ওই বাড়িতে কেউ ছিলেন না।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মুরাদ হাসানের বাড়িতে প্রথমে ভাঙচুর এবং পরে ভবনের ভেতরের ঘরে অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়িতে থাকা একটি প্রাইভেট কারও ভাঙচুর করেন তাঁরা।

তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া প্রথম আলোকে বলেন, মুরাদ হাসানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে