রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৮:২৬

৮০ কিলোমিটার বেগে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল ৬ মিনিটে

৮০ কিলোমিটার বেগে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল ৬ মিনিটে

এমটিনিউজ২৪ ডেস্ক : যাত্রীবাহী ট্রেনের পর এবার একটি মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল ৬ মিনিটে। পদ্মা সেতুর ওপর দিয়ে ছুটল ৮০ কিলোমিটার বেগে। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে যায় পরীক্ষামূলক ট্রেনটি। 

এরপর ফিরে আসে ভাঙ্গায়। তারপর দুপুরে একটি যাত্রীবাহী ট্রেন ১০০ কিলোমিটার গতিতে মাওয়া যাওয়ার কথা রয়েছে। ট্রেনটি ফিরবে ১২০ কিলোমিটার গতিতে।

এ বিষয়ে পদ্মা সেতু রেল প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, সকালে আমি ও প্রকল্পের প্রকৌশলীরা ভাঙ্গা রেল স্টেশন থেকে ৩০০ টন পাথর নিয়ে মাওয়ার উদ্দেশে যাই। ৫টি পাথর ভর্তি ও ১টি ইঞ্জিনবিশিষ্ট ট্রেনটি প্রথমে ৬০ কিলোমিটার গতিতে চালানো হয়। পরে মাওয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে ট্রেনটি ভাঙ্গায় ফিরে আসে।

আবার একইভাবে যে ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটির যেতে দেরি হবে। কারণ চীন থেকে কয়েকজন প্রকৌশলী আধুনিক যন্ত্রপাতি নিয়ে ঢাকায় আসবেন। এরপর মাওয়া ট্রেন স্টেশনে পৌঁছাবেন। তাদের বাংলাদেশে পৌঁছানোর ওপরে সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পাথরভর্তি ট্রেনের পরিবর্তে যাত্রীবাহী ট্রেন ১২০ কিলোমিটার গতিতে পদ্মা সেতু হয়ে মাওয়া ট্রেন স্টেশন পৌঁছাবে। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পাথরভর্তি ট্রেনটির ট্রায়াল রান (পরীক্ষামূলক চলাচল) সম্পন্ন হয়েছে।

পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী শাদমান শাহারিয়া জানান, শনিবার সকালে পাথরভর্তি ট্রেনটির পরীক্ষামূলক চালনার সব কিছু সেনাবাহিনী ও রেল প্রকল্পের প্রকৌশলীরা পর্যবেক্ষণ করেছেন। শুক্রবার সকালে আন্তঃনগর ট্রেন ৬০ থেকে ১২০ কিলোমিটার গতি বৃদ্ধি করে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রায়াল রান করানো হয়েছে। 

যেহেতু ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল উদ্বোধন করা হবে তাই বারবার পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে।

জানা যায়, ১০ অক্টোবর এ রেল চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ট্রেন ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪ বার গতিবৃদ্ধি করে যাতায়াত করেছে।

শনিবারও ১২০ কিলোমিটার বেগে ৪ বার পরীক্ষামূলক চলাচল করেছে ট্রেনটি। এদিকে, ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালক নজরুল ইসলাম বলেন, এ জেলা পাট এবং পেঁয়াজের জন্য বিখ্যাত। এছাড়া অন্যান্য কৃষিপণ্যও উৎপাদিত হয়। 

পদ্মা সেতুর ওপর দিয়ে মালবাহী ট্রেন চলাচল করায় কৃষকরা অল্প সময়ের মধ্যে তাদের পণ্য ঢাকায় নিয়ে বিক্রি করতে পারবেন। এতে জেলার কমপক্ষে ২ লাখ কৃষক লাভবান হবেন। দক্ষিণাঞ্চলসহ এ এলাকার মানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে