রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪৯:৫৬

কাঁদতে কাঁদতে যা জানালেন মির্জা ফখরুল

কাঁদতে কাঁদতে যা জানালেন মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে ফের কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে কাঁদতে কাঁদতে মির্জা ফখরুল বলেন, শনিবার খালেদা জিয়াকে যেমনটি দেখেছি, এমন অবস্থায় আগে কখনো দেখেনি। তাকে দেখে মনে হয়েছে তিনি অনেক অসুস্থ।

গৃহবন্দি থাকা অবস্থায় তিনবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, হাসপাতালের চিকিৎসকরা বলেছেন আপনাদের কিছু করার থাকলে করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারলে বাঁচানো দুষ্কর হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় বেগম জিয়ার প্রসঙ্গে তিনি কেঁদেছিলেন গণমাধ্যমের সামনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে