সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৬:৩৪

বাংলাদেশের ইলিশ; যে অনুরোধ জানাল কলকাতার ব্যবসায়ীরা

বাংলাদেশের ইলিশ; যে অনুরোধ জানাল কলকাতার ব্যবসায়ীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল, চট্টগ্রাম আর খুলনার ইলিশে ভরে গেছে কলকাতার বাজার। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ রুপি দরে। এক কেজি ২০০ গ্রামের বাংলাদেশের ইলিশের দাম ১৭০০ – ১৮০০ রুপি। ৮০০/৯০০ গ্রামের ইলিশও আছে, তার দাম মোটামুটি ১২৫০ থেকে ১৩৫০ রুপি প্রতি কেজি। বাংলাদেশের ইলিশ রপ্তানির জন্য ৪০ দিন নির্ধারিত হয়েছে যা ২০১২ সালের পর সর্বোচ্চ।

কলকাতায় বাংলাদেশের ইলিশ মজুত হয় মোটামুটি পাঁচটি বাজারে। গড়িয়াহাট, লেক মার্কেট, লান্সডাউন মার্কেট, মানিকতলা মার্কেট এবং বেহালা মার্কেট। পাতিপুকুর এবং হাওড়া পাইকারি মাছবাজার ঘুরে বাংলাদেশের ইলিশের ঠিকানা হয় এই পাঁচটি বাজারে। এখান থেকেই ইলিশ ছড়িয়ে পরে সর্বত্র। কলকাতার ফিশ ইম্পোর্টার্স এসোসিয়েশন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস মারফত বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে রপ্তানির সময়সীমা ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করার জন্য।

ফিশ ইম্পোর্টার্স এসোসিয়েশনের সচিব মাসুদ সাহেব জানালেন, বাংলাদেশে যেহেতু ১২ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। তাই, আমরা ধরে নিচ্ছি বাংলাদেশের ইলিশের সাপ্লাই সেই সময় কমে যাবে। তাই আবেদন জানানো হয়েছে ইলিশ রপ্তানির সময় আরও একমাস বাড়ানোর জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে