শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪২:৩২

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অবস্থান করছেন।

শেখ হাসিনার জন্য পাঠানো ফুলের ছবি প্রকাশ করে ভারতীয় হাইকমিশন ফেসবুকে লিখেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে