শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৭:০১

মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

এমটিনিউজ২৪ ডেস্ক : মায়ের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন জয়। 
ছবিতে দেখা যায়, তিনি ও প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন পরিবারের অন্য সদস্যরা। 

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এ মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে