মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪০:১৬

রাজন হত্যার চার্জ গঠন

 রাজন হত্যার চার্জ গঠন

নিউজ ডেস্ক  : বহুল আলোচিত সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে কামরুলসহ তিনজন আসামিকে পলাতক দেখিয়ে চার্জ গঠন করা হয়।

তিন পলাতক আসামিসহ মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টায় গ্রেফতার ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
 
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর এই মামলার চার্জ গঠনের কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাজির না থাকায় তা পেছানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে পলাতক তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগেরও নির্দেশ দেন আদালত।
 ২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে