শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৯:৪৬

‘প্রতিটি জেলায় মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে’

‘প্রতিটি জেলায় মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে’

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার প্রতিটি জেলা সদর ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে মডেল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক উপজেলায় ১টি করে মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন অফিস কমপ্লেক্স নির্মাণ করতে ২ হাজার ৮৭৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রনয়ণের কাজ হাতে নেয়া হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাতীয় সংসদে বৃহষ্পতিবার সংরক্ষিত মহিলা আসনের এমপি আখতার জাহানের প্রশ্নের জবাবে  এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ১টি করে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হবে। ইতিমধ্যে ২০১৫-১৬ অর্থ বছরের এডিপিতে প্রকল্পটি বরাদ্দবিহীনভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে মন্ত্রী জানান। -মানবকণ্ঠ

৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে