বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১১:১১:০৭

সারাদেশে ইন্টারনেটসেবা বিঘ্ন হতে পারে!

 সারাদেশে ইন্টারনেটসেবা বিঘ্ন হতে পারে!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় সারাদেশে ইন্টারনেটসেবা বিঘ্ন হতে পারে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই আশঙ্কা প্রকাশ করেন ভবনটির দায়িত্বরত ট্রান্সমিশন ও পাওয়ার ম্যানেজমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম।

হাসিবুল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভার রয়েছে। এমন কি গুগল, ফেসবুকসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ সার্ভার রয়েছে।

তিনি আরো বলেন, ‘এই ভবনে বাংলাদেশের প্রযুক্তি ও টেলি কমিউনিকেশন খাতের সবচেয়ে বড় যত প্রতিষ্ঠান রয়েছে সবার অফিস ও সার্ভার রয়েছে। 

এর মধ্যেই অন্যতম হলো আর্থ ওয়ে কমিউনিকেশন, ঢাকা গ্লো ডাটা সেন্টার, রেস অনলাইন লিমিটেড, অরবিট ইন্টারনেট, ম্যাক্স হাব, লেভেল থ্রি, লিংক থ্রি টেকনোলজিস, আইসিএক্স ফোরাম, সামিট কমিনিউকেশন, ফাইবার এট হোম। এ ছাড়াও গুগল ও ফেসবুকের ক্যাশ সার্ভার এই ভবনে রয়েছে। এগুলো সচল না করা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

সার্ভারগুলো সচল হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ক্লিয়ারেন্স দিলেই আমরা দুই ঘণ্টার মধ্যে আবার সচল করতে পারব। 

যদি আগুনে পুড়ে গেলে আর সম্ভব না। কারণ এসব যন্ত্রপাতি দেশে পাওয়া যায় না। তখন আরো সময় লাগবে। তবে সব প্রতিষ্ঠানের বিকল্প চিন্তা-ভাবনা রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে