নিউজ ডেস্ক : ১৯ মার্চ জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। সম্ভাব্য তিনটি স্থানের যেকোনো একটি চায় দলটি। এজন্য গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতিও চাওয়া হয়েছে।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ষষ্ঠ জাতীয় কাউন্সিলের এ তারিখ ঘোষণা করেন।
আওয়ামী লীগ জাতীয় সম্মেলনের ঘোষণা দেয়ার পর গত ২৩ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্চের তৃতীয় সাপ্তাহে কাউন্সিল করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। তবে সে সময় কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মার্চের ১৯ তারিখ কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা তিনটি জায়গার অনুমতি চেয়ে দরখাস্ত করেছি। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছিল। তার জবাব পেয়েছি। তারা বলেছে, তাদের দিতে আপত্তি নেই। এখন পুলিশের অনুমোদনের বিষয়।
পুলিশ কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি দেয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে না হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন কাউন্সিলের জন্য চেয়েছে দলটি।
বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর। পঞ্চম কাউন্সিল হয়েছিল শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছ্য় বছরের বেশি সময় পর ষষ্ঠ কাউন্সিল করতে যাচ্ছে দলটি।
গত কাউন্সিলে বিএনপির শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। ১৯৮৩ সাল থেকে দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে আসেন তিনি। এরপর তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসে দলটি।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম