নোয়াখালী: স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্বামী সঞ্জয় নাথসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীর সূবর্ণচরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন লাকী রাণী নাথ (২৩) ও তার শিশু ছেলে হরিনাথ (৩)। শনিবার ভোরে উপজেলার চরভাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দসারত নাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
জানা গেছে, সঞ্জয় নাথ তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে সঞ্জয়ের বাবা-মাকেও আটক করা হয়।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস