ঢাকা : জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে যাবেন তিনি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বুধবার নিইউয়র্ক যাচ্ছেন শেখ হাসিনা। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে এ বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করতে সরকার প্রধান বঙ্গভবনে যান। রেওয়াজ অনুযায়ী বিদেশ থেকে ফেরার পরও তিনি বঙ্গভবনে গিয়ে সফরের অভিজ্ঞতা প্রেসিডেন্টকে জানান।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ