শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:৩০

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বৃক্ষমানব আবুল

 প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বৃক্ষমানব আবুল

নিউজ ডেস্ক : বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল হোসেন।  বিশ্ব মিডিয়ায় বেশ আলোচনায় তিনি।  আবুল হোসেনের একটি আশা, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান।  

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে শনিবার দুপুরে আবুল হোসেন গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অজানা রোগে আক্রান্ত হয়ে মানুষের দ্বারে দ্বারে চিকিৎসার জন্য সহায়তা চেয়ে আসছি।  অনেক বিত্তবান মানুষ আমার চিকিৎসা সহায়তায় আর্থিক সাহায্যও করেছেন।  কিন্তু তা পর্যাপ্ত ছিল না।  আজ মিডিয়া, ডাক্তারসহ অনেকের সাহায্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারছি আমি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন।  তিনি সরকারিভাবে আমার চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য নির্দেশ দিয়েছেন।   এতে আমি ও আমার পরিবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।  এখন আমি একবারের জন্য হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই।  আবুল হোসেন এ ব্যাপারে দৃঢ় আশাবাদী।  তার স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন তিনি।

খুলনার পাইকগাছা উপজেলার হতদরিদ্র পরিবারের মানিক বাজানদারের ছেলে আবুল হোসেন।  তার দুই হাতের তালু ও আঙুলে লম্বা লম্বা মাংসপিণ্ড ও গাছের শেকড়ের মতো শাখা গজিয়েছে।  পায়েরও একই অবস্থা।  বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় সদস্যের মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে।

আবুল বলেন, এসএটিভি খুলনার সাংবাদিক সুনীল দাস, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী ও চট্টগ্রামের চিকিৎসক ডা. শরফুদ্দিন, নিয়াজ মাহমুদ রনি ভাইসহ অনেকেই আমার সহায়তায় এগিয়ে এসেছেন।  আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০০৫ সালে বৃষ্টির সময় আবুলের এলাকার চারদিকে পানিতে সয়লাব হয়ে যায়।  বাড়ির উঠানেও ছিল জলাবদ্ধতা।  পানির মধ্যে কয়েক দিন ভ্যান চালানোর একপর্যায়ে আবুলের হাতে-পায়ে আঁচিলের মতো গোটা দেখা দেয়।  

কয়েক বছরের মধ্যে হাতের তালুতে ও পায়ে ধীরে ধীরে গাছের শ্বাসমূলের মতো গজাতে থাকে।  গত ৫ বছরে হাত ও পায়ে বীভৎস্য রূপ নিয়েছে।  তার দুই হাতের তালু ও ১০ আঙুল ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে