শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ০৩:২০:৫৪

সারাজীবনের উপার্জিত টাকা মসজিদে দান করে দিলেন এক দিনমজুর

সারাজীবনের উপার্জিত টাকা মসজিদে দান করে দিলেন এক দিনমজুর

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীর বেলাব উপজেলার এক মসজিদে নিজের সারাজীবনের উপার্জিত সাড়ে ৩ লাখ টাকা দান করে দিলেন এক দিনমজুর। 

পরের জমিতে কাজ করে তিল তিল করে সাড়ে ৩ লাখ টাকা উপার্জন করে মো. মোর্শেদ মিয়া নামক এক ব্যক্তি বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের প্রতিষ্ঠাতার কাছে এ অর্থ তুলে দেন।

মোর্শেদ মিয়ার বাড়ি পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। তিনি বলেন, আমি অনেক বছর ধরে আল্লাহর ঘরে আমার সমস্ত উপার্জন দান করবো বলে মনস্থির করেছি। 

আল্লাহর দয়ায় আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি অনেক শান্তি পেয়েছি এ অর্থ দান করতে পেরে। বারৈচা আমার পরিচিত জায়গা। এখানকার মানুষ আমাকে ভালোবাসে তাই এখানেই এ অর্থ তুলে দিলাম। মহান আল্লাহ তাআলা আমার এ দান কবুল করবেন বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় শাহাবুদ্দীন মাস্টারের হাতে তিনি এ টাকা মসজিদ উন্নয়নের জন্য তুলে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে