সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:৫৭:২৩

এবার আ.লীগের ‘ফাঁকা’ রাখা আসনে যাদের প্রার্থী করল জাপা

এবার আ.লীগের ‘ফাঁকা’ রাখা আসনে যাদের প্রার্থী করল জাপা

এমটিনিউজ২৪ ডেস্ক : রবিবার ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ-৫ এবং কুষ্টিয়া-২ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেছিলেন, ‘এ আসনে কে লড়বেন তা এখনই জানানো যাচ্ছে না। এ বিষয়ে পরে জানানো হবে।

আজ সোমবার ২৮৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। ১৩টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণার সময় মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাকি ১৩টি আসনে প্রার্থীদের নাম পরে জানানো হবে।’

তবে আওয়ামী লীগের ‘ফাঁকা’ রাখা দুই আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। নারায়ণগঞ্জ-৫ আসনে এ কে এম সেলিম ওসমান এবং কুষ্টিয়া-২ আসনে শহীদুল ইসলাম ফারুকীর নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। ১৫ বছর ধরে হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দুই উপজেলা ভেড়ামারা ও মিরপুরকে নিয়ে গঠিত কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন।

গুঞ্জন রয়েছে, তাঁর জন্যই আসনটি ফাঁকা রেখেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ-৫ আসনটি শহর ও বন্দর উপজেলা এলাকা নিয়ে গঠিত। এ আসনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড থেকে ২৭ নম্বর ওয়ার্ড এলাকা ও বন্দর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ এলাকায় পড়েছে।

২০১৮ সালের জাতীয় পার্টি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে এম সেলিম ওসমান। এর আগে নাসিম ওসমানের মৃত্যুর পর উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন সেলিম ওসমান।

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ২০০৮ সালে মহাজোটের শরিককে আসনটি ছেড়ে দেওয়া হলে জাতীয় পার্টির নেতা এ কে এম নাসিম ওসমান বিজয়ী হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে