সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৬:০০

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ডিসেম্বরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ডিসেম্বরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আজ সোমবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। 

লঘুচাপটির প্রভাবে সামনের মাসের শুরুতে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, লঘুচাপটি কয়েক দিনের মধ্যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আইএমডি সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি উপকূলের কাছাকাছি আসতে আরো কিছুদিন সময় লাগবে। এর প্রভাবে ৩ বা ৪ ডিসেম্বর উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে