বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:২০:১৫

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

বুধবার (২৯ নভেম্বর) এনবিআর এক আদেশে এই কথা জানায়।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বিভিন্ন মহল থেকে সময় বাড়ানোর দাবি ছিল। অবশেষে সেই দাবিতে সাড়া দিয়ে দুই মাস সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড।

এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়ও বাড়ানো হয়েছে। এই শ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ সময় ছিল আগামী বছরের ১৫ জানুয়ারি। সেটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে